সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো মিজানুর রহমান। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের সভাপতিত্বে ও জেলা ইজিবাইক মালিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা ইজিবাইক মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো আনোয়ার মিয়া, সহ সভাপতি জাহের আলী, মোছাদ্দেক আলী বাবুল, সহ সম্পাদক নবিনূর মিয়া, হাফিজুর মিয়া ও কোষাধ্যক্ষ বিপ্লব কান্তি তালুকদার।
নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জ শহরে ৬ শতাধিক ইজিবাইক রয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট সুনামগঞ্জ পৌর এলাকায় লাইন্সেসের মাধ্যমে ইজিবাইক চালানোর অনুমতি দেওয়ায় শ্রমিকদের আর ইজিবাইক চালাতে কোন বাঁধা রইল না। তবে চালকের বয়স অবশ্যই কমপক্ষে ১৮ বছর হতে হবে।
Leave a Reply