সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ইএএলজি প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রশিদ ও ইএএলজি জেলা কো-অর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম।
Leave a Reply