সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে নতুন শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে ও সদর উপজেলা রিটার্নিং অফিসার সৈয়দ আহমদ শাহলানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো মিজানুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো জয়নাল আবেদীন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায় ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো সহিদুর রহমান।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন বলেন, আগামী ২৮ নভেম্বর সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply