সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
জয়নাল আবেদীন (৫০) ইসলামপুর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টায় জয়নাল আবেদীন তার গ্রামের পাশে নিজের দোকান থেকে প্রয়োজনীয় কিছু পণ্য আনতে গিয়ে আর বাড়ি ফিরেননি। মঙ্গলবার ভোরে ধোলাইপাড় ত্রিমুখী রাস্তার পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী ও সদর মডেল থানার ওসি শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাজনৈতিক মতবিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে বলে পরিবারের সদস্যরা সন্দেহ করছেন।
আটককৃতরা হলেন, জাহাঙ্গীরনগর ইউনিয়নের একই গ্রামের মানিক মিয়ার ছেলে সেলিম মিয়া, ফেরদৌস মিয়ার ছেলে সাগর মিয়া, ডাক্তার মোতালিবের ছেলে শাহিন শাহ ও জয়নাল আবেদীনের দোকান কর্মচারী জগন্নাথপুর উপজেলার রবি মিয়া।
Leave a Reply