সুনামগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের তিন ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য পৌর মেয়র আয়ূব বখত জগলুল মতবিনিময় করেছেন।
শুক্রবার সন্ধ্যায় পৌর মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সুরমা ইউনিয়ন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন ও রঙ্গারচর ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
আয়ূব বখত জগলুলের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট চাঁন মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট শুক্কুর আলী, বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ, পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল ও ছাত্রলীগ নেতা আক্কাছ আলী।
নেতৃবৃন্দ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আয়ূব বখত জগলুলকে মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান।
Leave a Reply