সুনামগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে ট্রাফিক পয়েন্টে এক সমাবেশ অুনষ্ঠিত হয়। দলের জেলা সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। আরো বক্তব্য রাখেন, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমদ, জেলা ছাত্রলীগ নেতা জিসান এনায়েত রাজা চৌধুরী ও দিপংঙ্কর কান্তি দে।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মুক্তিযোদ্ধা সন্তান বাউল শিল্পী জহির আহমেদ।
Leave a Reply