সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, গত কয়েকদিনের বৃষ্টি সুনাগঞ্জের কৃষকদের জন্যে বিপজ্জনক ছিল। প্রথম ধাক্কা সামলানো গেছে। তবে এই ধাক্কায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার এই কৃষকদের পাশে দাঁড়াবে। ইতোমধ্যে সরকারি সহায়তা প্রশাসনের কাছে পৌঁছে গেছে। এই সহায়তা দ্রুত প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছাতে হবে ।
তিনি আরও বলেছেন, আগামী দু’দিন বৃষ্টির আশংকা আছে। এ সময়ে হাওররক্ষা বাঁধগুলোকে নিবিড় তদারকির মধ্যে রাখতে হবে। একই সঙ্গে দ্রুত ধানকাটা প্রয়োজন। হাওরে এখন বহু ধানকাটার যন্ত্র রয়েছে। শ্রমিকদেরও কাজে লাগাতে হবে। অন্যান্য জেলা থেকেও শ্রমিক নিয়ে আসা দরকার। আসার পথে শ্রমিকরা যাতে বাধার মুখে না পড়েন, সেটি প্রশাসন খেয়াল রাখবে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, এখন প্রধান কাজ হচ্ছে, ধান ঘরে তোলা। পরের বছর বাঁধের কাজ আরও ভালো করতে হবে। হাওরে অনেক জায়গায় স্থায়ী বাঁধ সম্ভব নয়। প্রতি বছরই কিছু কাজ করতে হবে। হাওরে দ্রুত ফলনশীল ধান বীজ উদ্ভাবনের চেষ্টা হচ্ছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের ঝূঁকিপূর্ণ আহসানমারা বেরিবাঁধ পরিদর্শনে এসে প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, জনপ্রতিনিধি ও কৃষকদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম সহ সংশ্লিষ্ট আন্যান্য সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply