সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার গনিপুর এলাকায় স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেফতার গনিপুর মসজিদের ইমাম আতাউর রহমানকে পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ জানায়, শনিবার সকাল ১১টায় আতাউর রহমানকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে। গনিপুর গ্রামের বেশ কিছু নারী পুরুষ লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে আতাউর রহমানকেও গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply