সুনামগঞ্জ প্রতিনিধি : র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের সদস্যরা বিশ্বম্ভরপুর উপজেলার গামারীতলা থেকে আলোচিত তরিব হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো ইদ্রিছ আলী। সে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত মো আব্দুল মন্নানের ছেলে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি মো আফজাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০১৬ সালের ২১শে এপ্রিল শিমুলতলা গ্রামে তার প্রতিবেশী তরিব উল্লাকে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে একটি মামলা রয়েছে।
Leave a Reply