সুনামগঞ্জ প্রতিনিধি : ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ করে।
পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা সৈয়দ মনোয়ার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো জাকির হোসেন। সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক মো হাবিবুর রহমান চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, স্যার ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, সাবেক রোটারি গভর্নর এম আতাউর রহমান পীর, অতিরিক্ত পুলিশ সুপার মো সুমন মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রবীণদের আলাদা সম্মান ও সুযোগ দেওয়া হয়। বাংলাদেশেও সেই সুযোগ নিশ্চিত করা উচিত। অবশ্য বর্তমান সরকার প্রবীণদের জন্য বয়স্ক ভাতাসহ বিভিন্ন সুযোগ তৈরি করেছে।
আলোচনা সভা শেষে ৮০ বছরের বেশি বয়সী ৮০ জনকে শাড়ি ও পাঞ্জাবি উপহার দেওয়া হয়।
Leave a Reply