সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সুশাসনের জন্য নাগরিক-সুজনের উদ্যোগে আর্ন্তজাতিক অহিংসা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজনের জেলা সভাপতি অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী, সাধারণ সম্পাদক আলী হায়দর, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড মোফাচ্ছির মিয়া ও উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
বক্তারা, মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধে আর্ন্তজাতিক সম্প্রদায়কে কার্যকরী ভূমিকা নিতে আহ্বান জানান।
Leave a Reply