সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ আবারও ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা, যাদুকাটা ও বৌলাই নদীসহ সকল নদীর পানি। এমন পরিস্থতিতে লক্ষাধিক মানুষ বিপাকে পড়েছেন।
সুনামগঞ্জ শহরের নবীনগর, ওয়েজখালী, হাছননগর, কাজির পয়েন্ট, ঘোলঘর, পূর্ব নতুনপাড়া, শান্তিবাগ ও সুলতানপুরে রাস্তাঘাট ডুবে গেছে। পানি ঢুকে পড়েছে বাসাবাড়িতে। ফলে মানুষ ঘর থেকে বের হতে পারছেনা।
জেলা সদরের সঙ্গে তাহিরপুর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ ও ছাতক উপজেলার সড়ক যোগাযোগ এখন বিচ্ছন্ন। সুনামগঞ্জ সদর, দিরাই শাল্লা এবং শান্তিগঞ্জ উপজেলায়ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান জলমগ্ন। প্লাবিত হয়েছে শতাধিক মৎস্য খামার। সদর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় মোট ৫০টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১০ হাজার মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলার ৪টি পৌরসভা ও ১২টি উপজেলায় ৩২০ মেট্রিক টন জিআর চাল, নগদ ৯ লাখ টাকা ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটা বিতরণ করা হয়েছে ।
Leave a Reply