বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১০ ডিসেম্বর সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
তবে এই কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য বিএনপি কার্যালয়ের সামনে মোতায়েন ছিল।
মানববন্ধনে সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আহাদ চৌধুরী জুয়েল, যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট কামাল হুসেন ও অ্যাডভোকেট নাজিম কয়েছ আজাদ সহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, বিএনপিকে বাইরে রেখে প্রহসনের নির্বাচন দেশের মানুষ মেনে নিবেনা।
Leave a Reply