সুনামগঞ্জ প্রতিনিধি : হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মিয়া হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শ্রাবনুজ্জামান শ্রাবণ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সে সুনামগঞ্জ শহরের দক্ষিণ আরফিননগর এলাকার মখলিছুর রহমানের ছেলে। বুধবার ভোরে সদর মডেল থানার ওসি শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশ সদস্যরা দক্ষিণ আরফিননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বরকতুল্লাহ খান এ তথ্য জানান।
পুলিশ জানায়, ১০ হাজার টাকার বিনিময়ে শ্রাবনুজ্জামান শ্রাবণ আজাদ মিয়াকে ১৪ মার্চ সন্ধ্যায় পিটিয়ে গুরুতর আহত করে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মার্চ তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বড়ভাই আজিজ পরদিন মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল হক সহ ১২ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করনে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে।
Leave a Reply