সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী নানা কর্মসূচিতে পালিত হয়েছে। তবে দিনটি উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত শোকমিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে অস্থায়ীভাবে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়াও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ সাদিক, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও পৌর মেয়র নাদের বখত সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে দুপুর ১২টার দিকে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের নেতৃত্বে শহরের রমিজ বিপণিতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি শোকমিছিল বের হয়ে থানার সামনে আসার পর শোকমিছিলে কিছু লোক হামলা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply