সুনামগঞ্জ প্রতিনিধি : ‘শিক্ষা, মানবতা ও অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন-বাসক সুনামগঞ্জ জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে পুরাতন শিল্পকলা একাডেমির হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও লিগ্যাল অ্যাডভাইজার বুরহান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথি ছিলেন, র্যাব-৯ কোম্পানি কমান্ডার লে কমান্ডার ফয়সল আহমদ, জ্যেষ্ঠ পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস সালাম।
Leave a Reply