সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের চেতনায় স্মৃতির অন্তরালে’ বইয়ের মোড়ক উম্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার বিকেল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সভাপতিত্বে ও পরিচালক এ কে মিলন আহমেদর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা সৈয়দ মোনাওয়ার আলী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস।
পরে আসক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার ও নগদ অর্থ এবং জেলার গুণীজনদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Leave a Reply