সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সুনামগঞ্জ জেলা শাখার কার্যকরী পরিষদের ১৫ জন নবনির্বাচিত সদস্য শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে জজকোর্ট এলাকায় সংগঠনের কার্যালয়ে শপথবাক্য পাঠ করান, জেলা আইনজীবী সহকারী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হুমায়ুন কবীর।
এ উপলক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি চাঁন মিয়া। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম। আইনজীবী সহকারী সমিতির সভাপতি সাজিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও রহমত আলী চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আব্দুল জলিল, সহ সভাপতি সুধাংশু রঞ্জন চন্দ, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও সহ সম্পাদক মহিবুর রহমান।
Leave a Reply