সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর এসোসিয়েশন ইউকের উদ্যোগে সুনামগঞ্জে অস্বচ্ছল চক্ষু রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
মঙ্গলবার শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই চিকিৎসাসেবা প্রদানকালে রোগীদের চোখে অস্ত্রোপচার এবং চশমা ও ঔষধ বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান। সদর এসোসিয়েশন ইউকের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও ভার্ড চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দেওয়ান এমদাদ রাজা চৌধুরী ও সদর থানার ওসি শহীদুল্লাহ সহ অন্যরা।
Leave a Reply