সুনামগঞ্জ প্রতিনিধি : ‘করোনা সংক্রমণ’ পরিস্থিতিতে ঘরে থাকা অসহায় মানুষদের হাতে সুনামগঞ্জ পৌরসভায় মেয়র নাদের বখত খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন।
রবিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক হাজার পরিবারে তিনি ১০ কেজি চাল এবং ১ কেজি করে ডাল, লবণ, পিঁয়াজ ও আলু পৌঁছে দেন।
এসময় তার সাথে ছিলেন, পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক লিটন সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী ও পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল।
মেয়র নাদের বখত জানান, তার উদ্যোগে আরো ১১ হাজার অসহায় পরিাবরের মাঝে সমপরিমাণ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
Leave a Reply