সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ছাত্রলীগ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের কুশপুত্তলিকা দাহ করেছে।
শুক্রবার বিকলে ৪টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ ঘটনা ঘটে।
এর আগে আওয়ামী লীগের রমিজ বিপণির কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
ছাত্রলীগের সহ সভাপতি মোশারফ হোসেন ইমনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি অরিফুল হক, সাহিত্য সম্পাদক ইকবাল হোসেন টুকু, ছাত্রলীগ নেতা শামীম আহমদ, দিপক কান্তি দে, দেওয়ান জিসান এনায়েত রাজা, কামরুল ইসলাম, ফয়সল আহমদ প্রমুখ।
Leave a Reply