সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে।
বুধবার দিনব্যাপী সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকায় অবৈধভাবে গড়ে তোলা এসব দোকানঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, উপ বিভাগীয় প্রকৌশলী মো মাহমুদুল হাসান, সার্ভেয়ার সোহেল রানা, সদর থানার এসআই মাহবুব আলম প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান জানান, ওয়েজখালী একটি ব্যস্ত এলাকা। এখানে আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ দোকান গড়ে উঠায় প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। অবৈধ দোকানদারগণকে আগে নোটিশ দেওয়ার পাশাপাশি মাইকিং করে জানানোর পরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় জনগণের নিরাপদ চলাচলের স্বার্থে অভিযান পরিচালনা করতে হয়েছে।
Leave a Reply