সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার চলতি নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় ৮টি বোমা মেশিন আটক করা হয়েছে।
সোমবার ভোরে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে বালাকান্দা, মনিপুরঘাট ও উড়াকান্দা এলাকা থেকে এসব বোমা মেশিন আটক করে।
এলাকাবাসীর অভিযোগ, বোমা মেশিন দিয়ে বালি উত্তোলনের কারণে যেমনি পরিবেশের তেমনি এসব যন্ত্রদানবের বিকট শব্দে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ জানান, অবৈধ বোমা মেশিন ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply