সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিএনপি নেতারা অবিলম্বে জেলার সর্বত্র ১৫ টাকা কেজি দরে খোলাবাজারে চাল বিক্রি শুরুর দাবি জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।
লিখিত বক্তব্যে বলা হয়, অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের জেলা সুনামগঞ্জের অসহায় মানুষের জন্য খোলাবাজারে ১৫ টাকা কেজি ধরে চাল বিক্রি করার কথা থাকলে ১৭ সেপ্টেম্বর থেকে হঠাৎ করে কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ডিলারগণ প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি করতে শুরু করেছেন।
এতে সাধারণ মানুষ মারাত্মক বিপাকে পড়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, অন্যতম নেতা আকবর আলী, সেলিম উদ্দিন ভুট্টো, রেজাউল করিম, সহ সভাপতি আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, অন্যতম নেতা নূর হোসেন, জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যক্ষ শেরগুল আহমদ, সুহেল আহমদ, নূরুল আলম, মোনাজ্জির হোসেন, মাহমুদুর রহমান প্রমুখ।
Leave a Reply