সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত ৩৪ জন সচিবকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। একই অনুষ্ঠানে ৯ জন নবনিযুক্ত সচিবকে বরণ করা হয়।
শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি সুনামগঞ্জ জেলা শাখার এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান। সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা সভাপতি আব্দুল্লাহ আল আমীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী ভূমি কমিশনার সুমন রাংসা, নজরুল ইসলাম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি জেলা সাধারণ সম্পাদক আলী হোসেন ও অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সাঞ্চব আলী। পরিচালনায় ছিলেন, ইউপি সচিব মিতালী বেগম তালুকদার।
Leave a Reply