সুনামগঞ্জ প্রতিনিধি : বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ জেলা মালিক-শ্রমিক সড়ক পরিবহণ ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে। শনিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।
একেতো অবিরাম বৃষ্টি তারউপর পরিবহণ ধর্মঘটে দারুণ বিপাকে পড়েছেন সাধারণযাত্রীরা। অনেকেই রিক্সা-অটোরিক্সায় গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন।
দাবি-দাওয়ার মধ্যে রয়েছে, সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অফিস ও বাস কাউন্টার ভাংচুরে জড়িতদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও গ্রেফতার, কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রী ছাউনী নির্মাণ, আগের স্থানে অফিস ও বিরতিহীন কাউন্টার পুন:নির্মাণ, যাত্রীছাউনীতে বিদুৎ সরবরাহ, পুকুর ভরাট করে গাড়ি রাখার জায়গা বৃদ্ধি, কেন্দ্রীয় বাস টার্মিনালে মার্কেট নির্মাণ বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণ, গাড়ি প্রবেশের রাস্তা তৈরি এবং বের হবার রাস্তা সংস্কার করা।
Leave a Reply