সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শ্রমিক ইউনিয়নের সদস্য ও অটোরিক্সা চালক ছালেহ আহমদকে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুল জলিলের দায়ের করা ‘মিথ্যা’ মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শ্রমিক নেতা ও যান চালকরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, জেলা পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহার উদ্দিন, সহ সভাপতি সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুণ, জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত আহবায়ক মো কামাল হোসেন ও কোষাধ্যক্ষ মো শহীদুল ইসলাম।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
নেতৃবৃন্দ ২৬শে অক্টোবরের মধ্যে ছালেহ আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, অন্যথায় পরদিন হতে সারা জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হবে।
২৬শে সেপ্টেম্বর সদর উপজেলার আপ্তাবনগর ইউনিয়নের মনোহরপুর গ্রামের রাস্তার পাশ থেকে অটোচালক ছালেহ আহমদকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়া হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুল জলিল ১৭ই অক্টোবর তার বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং ঐদিনই তাকে গ্রেফতার করা হয়।
Leave a Reply