সুনামগঞ্জ প্রতিনিধি : ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা কবলিত হওয়ায় সুনামগঞ্জে ৬ উপজেলায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে।
এদিকে শনিবার সকাল ১০টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের ষোলঘরে সুরমা নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
বন্যার কারণে সদর তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, দোয়ারাবাজার ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
এছাড়া সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় ১ হাজার ৮ শ ৭৫ হেক্টর রোপা আমন ও সবজি ক্ষেত ডুবে গেছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসন শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা করেছে।
সকল উপজেলা প্রশাসনকেও এ ধরনের সভা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লবিত হচ্ছে।
জেলা প্রশাসক মো সাবিরুল ইসলাম জানান, প্রত্যেক উপজেলায় বন্যার্তদের সহযোগিতার জন্য নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে এবং শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে।
Leave a Reply