সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, দিরাই ও জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৫ নিহত ও ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও গ্রামের হযরত আলীর বিধবা স্ত্রী শাহারা বানু (৫৫) ও ফতেপুর ইউনিয়নের সিদ্ধরপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে সুরমা বেগম (২২), তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মুজুল হোসেনের ছেলে নূর হোসেন (২৮), দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ধমবন গ্রামের আসাদ আলীর ছেলে মোহাম্মদ ফেরদৌস (১২) ও দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের ফজর মোহাম্মদের ছেলে মুসলিম উদ্দিন (৭৫)। এই ৫ জন হাওরে গরু আনতে ও ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান।
এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সিদ্ধরপুর গ্রামের ফজল আলীর মেয়ে লিলি বেগম এবং জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের হটামার গ্রামের ওহেদ আলীর ছেলে তৈয়বুর রহমান, সাহেব আলীর ছেলে নবী হোসেন ও আব্দুল আহাদের ছেলে আব্দুর রহমান আহত হয়েছেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান বজ্রপাতে এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply