বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্যান্য দল ও স্বতন্ত্র মিলিয়ে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
এর আগে কোনো কোনো প্রার্থী বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে ও মোটর সাইকেল শোভাযাত্রা করে মনোনয়নপত্র দাখিল করতে আসেন।
যারা মনোনয়নপত্র দিয়েছেন তারা হলেন সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট রনজিত সরকার এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও মো সেলিম আহমদ।
সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী আল আমিন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ড জয়া সেন গুপ্তা।
সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমন সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড মোহাম্মদ সাদিক, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও মো মোবারক হোসেন এবং জাতীয় পার্টি প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও জাতীয় পার্টি প্রার্থী অ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল।
এছাড়া বিভিন্ন দল থেকে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রত্যেক আসনেই একাধিক প্রার্থী আছেন।
Leave a Reply