বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : আগামী ২১ মে দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্যে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ২ মে (১৯ বৈশাখ) ৪ উপজেলার চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে জেলা শহরে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এসে জড়ো হন।
পরে জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী প্রার্থীদের জন্যে বরাদ্দকৃত প্রতীক ঘোষণা করেন।
প্রার্থীদের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সদস্য রনজিৎ চৌধুরী রাজন কর্মী-সমর্থকদের বিশাল বহর নিয়ে মোটরসাইকেল শো-ডাউন করে রিটার্নিং অফিসারের কার্যালয়ের আসেন।
Leave a Reply