সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ভাটিবাংলা আইনজীবী পরিষদ ফসলহানির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এই জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
এতে বলা হয়েছে, জেলার প্রায় ৯০ ভাগ ফসল পানির নিচে তলিয়ে যায়। দেখা দিয়েছে মাছের মড়ক। কৃষক অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। তারউপর ব্যাংক ঋণ ও এনজিওর ঋণ মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
স্মারকলিপিতে জেলার সব নদী ও খাল খনন, হাওরের চতুর্দিকে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের জন্য স্লুইস গেইট নির্মাণ তৈরির পরিকল্পনা জন্যে একনেকের মাধ্যমে অবিলম্বে বিশেষ প্রকল্প গ্রহণ ও অনুমোদনের দাবি জানানো হয়।
ভাটিবাংলা আইনজীবী পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বলেন, পার্বত্য চট্রগ্রামের জন্য আলাদা মন্ত্রণালয় এবং রাজশাহী উন্নয়ন ব্যাংক হতে পারলে ভাটিবাংলার জন্যে এসব হতে তো অসুবিধা থাকার কথা নয়।
Leave a Reply