সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের হাওরে বোরো ধান অকাল বন্যার আশংকামুক্ত রাখতে নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সোমবার সকালে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
হাওর বাঁচাও আন্দোল সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায়ে এতে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক এ কে কুদরত পাশা, দপ্তর সম্পাদক দুলাল মিয়া, সদস্য রমেন্দ্র কুমার দে মিন্টু, জেলা কমিটির সহসভাপতি আলী হায়দার, সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন ও প্রভাষক মামুন আহমেদ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত বছরের ১৫ ডিসেম্বর সুনামগঞ্জের সকল উপজেলায় হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হওয়ার কথা ছিল; কিন্তু এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন বিভিন্ন বাঁধের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেও বাস্তবে কাজ শুরুই হয়নি। এ কারণে কৃষকরা ভীষণ উৎকণ্ঠায় আছেন।
Leave a Reply