সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটা শুরু হয়েছে। মাঠ ভরা সোনার ছড়াছড়িতে গত বছরের সব হারানোহ যন্ত্রণা ভুলে আর কোন দুর্যোগের আগেই ফসল গোলায় তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। একটি মুহূর্ত কেউ নষ্ট করতে রাজি নন।
কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, সুনামগঞ্জের ছোটবড় ১৫৪টি হাওরে এবার ২ লাখ ২২ হাজার ৭১৯ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ১৩ লাখ ২১ হাজার ৭৯২ মেট্রিক টন। পুরোদমে ধান কাটা শুরু হতে আরও ৭ থেকে ১০দিন সময় লাগবে।
এ মৌসুমে হাওরগুলোতে ফসল রক্ষায় যথযাথ ব্যবস্থায় নেয়ায় এবার সুফল মিলেছে বলে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন জানিয়েছেন।
Leave a Reply