সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২ লাখ ৮৮ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্যসামগ্রী আটক হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, শাল, জিরা, কিসমিস, হরলিক্স, স্যান্ডেল, ওড়না ও প্রসাধনী সামগ্রী।
বুধবার বিকেলে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ দল নবীনগর বিশেষ ক্যাম্পের পার্শ্ববর্তী স্থানে অভিযান চালিয়ে এ সমস্ত পণ্যসামগ্রী আটক করে।
অভিযানে নেতৃত্ব দেন নবীনগর অঞ্চলের বিশেষ ক্যাম্পের হাবিলদার মো মোজাম্মেল হক।
২৮ বর্ডার গার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে কর্নেল মো নাসির উদ্দিন আহমদ জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান ও অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply