সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সিভিল সার্জনের বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার রাতে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামে সিভিল সার্জন ডা আশুতোষ দাসের বড়ভাই প্রাণেশ দাসের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
বর দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়ারগাঁও গ্রামের মহেন্দ্র কুমার দাসের ছেলে মিহির দাস। বরপক্ষের অসুস্থরা দিরাই উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।
আক্রান্তরা জানান, বিয়ের খাবার খাওয়ার পর বৃহস্পতিবার দুপুরেই তারা পেটে ব্যথা অনুভব করেন। অনেকের পাতলা পায়খানা ও বমি শুরু হয়।
কনের মা ছন্দা রানী দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা আশুতোষ দাস জানান, গরম ও ফুড পয়জেনিং থেকে এ সমস্যা হয়েছে। সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে।
Leave a Reply