সুনামগঞ্জ প্রতিনিধি : এবার সুনামগঞ্জ জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে এই ভাটির জনপদের ১ লাখ ১৪ হাজার ৩২৩ জন শিক্ষার্থী বাল্য বিয়েকে লাল কার্ড দেখিয়ে ‘না’ বলে দেয়। তাদের সাথে যুক্ত হন বিভিন্ন পেশার প্রায় দুই লাখ মানুষ। এই উদ্যোগ বিশ্ব রেকর্ড গড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ উপলক্ষে জেলা সদরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদ। সভাপতিত্ব্ করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম সাবেরা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বাবর আলী মীর, সিভিল সার্জন আশুতোষ দাশ, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী ববুল, নারী সংগঠক শীলা রায় প্রমুখ।
জেলা ২৯৯টি জায়গায় দাঁড়িয়ে শিক্ষার্থীরা হাত তুলে শপথবাক্য পাঠ করে।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার শপথবাক্য পাঠ করান।
Leave a Reply