সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শাহাপুর গ্রামে বিদ্যুতের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
শনিবার দুপুর ২টায় ফতেহপুর ইউনিয়নের শাহাপুর পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গ্রামের রুবেল মিয়া, ফরিদ মিয়া, দিলোয়ার মাস্টার, নূর হোসেন লালন প্রমুখ।
বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা প্রয়োজনীয় ফি নিয়ে এবং গাছ-গাছালি কেটে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেও বিদ্যুৎ সংযোগ না দিয়ে অন্যত্র বিদ্যুৎ সংযোগ দেয়ার পাঁয়তারা করছেন।
অবিলম্বে শাহাপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ না দিলে আগামীতে সড়ক-মহাসড়ক অবরোধ করা হবে বলে তারা হুশিয়ারি উচ্চারণ করেন।
Leave a Reply