সুনামগঞ্জ প্রতিনিধি : যুব সমাজকে মাদক মুক্ত রাখার লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মাঠে ৫ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
দুর্লভপুর যুব ওয়ান্ডার্স এর আয়োজন করেছে। সোমবার বিকেল ৪টায় টুর্নামেন্ট উদ্বোধন করেন, প্রধান অতিথি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র-বাসক সুনামগঞ্জ জেলা সভাপতি ফজলুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি তোরাব আলীর সভাপতিত্বে ও রায়হান আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা হাবিবুর রহমান ও মজিদ মেম্বার।
উদ্বেধনী খেলায় দুর্লভপুর যুব ওয়ান্ডার্স ক্লাব ৫-১ গোলে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে।
Leave a Reply