সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে মসজিদ নির্মাণের জন্যে গ্রামবাসীর দখলে থাকা সরকারি খাস ১নং খতিয়ানের ৩ একর ভূমি বিএনপি-জামায়াত কর্মীরা জবর দখল করে নেয়ার ও গ্রামবাসীর উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় এলাকাবাসীর উদ্যোগে রাঙ্গামাটি পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মো জহুর মিয়া, ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি মিজানুর রহমান, শওকত মিয়া ও মো ফারুক মিয়া। তারা জায়গা উদ্ধার এবং দখলদার ও হামলকারীদের গ্রেফতারের দাবি জানান।
ঈদুল আজহার জামাত শেষে একই গ্রামের বিএনপি-জামায়াত কর্মী মো মজিবুর রহমান, আলী আহমদ, জমিরুল ইসলাম প্রমুখ ঐ জায়গাটুকু জোরপূর্বক দখল করে নেয়। এ সময় গ্রামবাসী তাদের বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হন।
এই ঘটনায় ঐদিন সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
Leave a Reply