সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে গ্রামের মাঠে কুরবাননগর ইউনিয়ন যুব ঐক্য এই ম্যাচের আয়োজন করে।
প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আবুল বরকতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হুসনা হুদা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো আবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব ও কুরবাননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো আকবর আলী।
ম্যাচে ৪টি দল অংশগ্রহণ করে।
Leave a Reply