সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজারিয়া এলাকার বৌলাই নদী খননের দাবিতে নৌ শ্রমিকদের মানববন্ধন অনষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১টায় ভলগেইটের শ্রমিকরা নৌকার উপর দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন, নৌ শ্রমিক মাজহারুল ইসলাম, আনোয়ার মিয়া, সাইদুল মির্জা, আবু তাহের, সোহেল মিয়া ও মো ইমরান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, তাহিরপুর উপজেলার ফাজিলপুর ও শ্রীপুর হতে প্রতিদিন কয়েকশ বালি, পাথর ও কয়লা বোঝাই ভলগেইট (স্ট্রিলবডি) নৌকা গজারিয়ায় বৌলাই নদী হয়ে ভৈরব ও ঢাকায় যাতায়াত করে থাকে; কিন্ত বৌলাই নদীতে পলি জমে নাব্যতা হ্রাস পাওয়ায় চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে।
Leave a Reply