সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বেতগঞ্জ বাজারে এক শিশুকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কন্যাশিশুটির পিতা প্রায় একমাস ধরে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারে একটি ঘর ভাড়া নিয়ে সামনের অংশে চায়ের দোকান খুলে, পিছনের অংশে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঘরের পিছনের দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে এক দুর্বৃত্ত চা বিক্রেতার ১৩ বছরের কন্যা শিশুটিকে তুলে নিয়ে যায়। পরদিন সন্ধ্যায় সুনামগঞ্জ আদালত এলাকায় রাস্তার পাশে শিশুটিকে সংজ্ঞাহীন পেয়ে এক অটোরিক্সাচালক তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা সৈকত দাস জানান, পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি মো শহিদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply