পলি রায়, সুনামগঞ্জ : কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লা উপজেলা বন্যা কবলিত হয়েছে। ডুবে গেছে জেলা শহরের বিভিন্ন অংশে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা নদীর পানি বিপদ সীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৯০ মিলিমিটার। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ে।
শহরের বেশকিছু এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় এবং রাস্তা ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন শহরবাসী। জেলা শহরের সাথে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
জেলা প্রশাসক আব্দুল আহাদ জানান, প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বরাদ্দ দেওয়া হয়েছে ৪১০ মেট্রিক টন চাল ও নগদ ২৯ লাখ টাকা। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সবধরনের প্রস্তুতি রয়েছে।
Leave a Reply