সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মী আটক হয়েছেন।
মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুলিশ এই অভিযান চালায়।
পুলিশ জানায়, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা থেকে দেশব্যাপী অভিযানের অংশ হিসাবে জেলায় এই অভিযান চালানো হয়।
বিভিন্ন উপজেলায় আটককৃতদের মধ্যে রয়েছেন, সদরে ৪ জন, ছাতকে ৩ জন, জগন্নাথপুরে ২ জন, দোয়ারাবাজারে ৩ জন, বিশ্বম্ভরপুরের ৩ জন, দিরাইয়ের ২, জামালগঞ্জে ৩ জন ও শাল্লায় ১ জন।
জেলা শহরে আটককৃতদের মধ্যে অন্যতম হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ভাই যুবদল নেতা হাফিজুল ইসলাম রাজু এবং যুবদলের অপর দুই নেতা অলিউর রহমান অলি ও সিরাজুল ইসলাম।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ জানান, আটককৃতরা অতীতে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তারা ৮ ফেব্রুয়ারি ফের নাশকতা সৃষ্টি করতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
Leave a Reply