সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ও পুননির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। সর্বশেষ খবর অনুযায়ী, নরসিংপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নূর উদ্দিন আহমদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নরসিংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুবুর রহমান রহমানীর মৃত্যুতে এখানে উপ নির্বচান অনুষ্ঠিত হলো।
দোয়ারাবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার দীপক কুমার রায় জানান, ৯টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ইউনিয়নে প্রার্থী ছিলেন ৮ জন। অন্যরা হলেন বিএনপির শামছুল হক নমো এবং স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া, মোত্তাকিন আলী, মঈনুদ্দিন আহমদ, মো আবুল কালাম, আজিজুর রহমান ও মো সাখাওয়াত হোসেন চৌধুরী।
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে গত নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় পুননির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মো এরশাদ মিয়া। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মো আব্দুল গনি।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির জানান, ৯টি ভোট কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ ও ১৭ জন আনসার সহ ৪টি মোবাইল টিম বিশেষ স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে।
Leave a Reply