সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ নতুন বাসস্টেশন এলাকার নীলপুর বাজারে একটি যাত্রীবাহী বাসে তুয়াজবীর আলী নামের এক কৃষককে মদ সহ গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তি দাবি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তার স্বজনরা শহরের পৌর বিপণিতে দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে তুয়াজবীর আলীর মেয়ে ফেরদৌসী বেগম লিখিত বক্তব্যে জানান, তার পিতা অন্যের জমিতে কৃষিকাজ করে পরিবার চালান। সেমাবার পাওয়ার ট্রিলারের যন্ত্রাংশ কিনতে তিনি সুনামগঞ্জ আসেন। যন্ত্রাংশ কিনে নতুন বাসস্টেশন থেকে নিজের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে যাওয়ার পথে পার্শ্ববর্তী নীলপুর বাজারে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা বাসে তল্লাশি চালিয়ে তার পিতার সিটের আরো তিন সিট পরে একটি সিটের নিচে থেকে কয়েকটি ভারতীয় মদ উদ্ধার করেন। এ সময় পিতাকেও গ্রেফতার করা হয়।
তার পিতা মাদক সেবন কিংবা বিক্রির সাথে জড়িত নন বলে তিনি দাবি করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, তুয়াজবীর আলীর ছোটভাই আব্দুল হাই, শাশুড়ি সমতারা বেগম ও ভাগনে সুজন মিয়া।
Leave a Reply