সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কৃষকদের সহযোগিতা করতে ধান কাটায় যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের দেখার হাওরে এক অসহায় কৃষকের ৬০ শতক জমির ধান কেটে দেন।
ধানকাটায় অংশ নেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাহির আলী, শিবলু আহমদ চৌধুরী ও রুবেল মিয়া এবং লক্ষণশ্রী ইউনিয়ন আহবায়ক ফরিদ মিয়া।
এদিকে কৃষকদের ধানকাটায় উৎসাহিত করতে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা ও
লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওদুদ দেখার হাওরে যান।
Leave a Reply