সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে দেশীয় প্রজাতির রুই মাছের ৫০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার বিকেলে মৎস্য অধিদপ্তর সুনামগঞ্জের উদ্যোগে পোনামাছ অবমুক্ত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, জেলা মৎস্য কর্মকর্তা মো আবুল কালাম আজাদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস।
সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত সুনামগঞ্জকে আবার মৎস্য সম্পদে পূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন।
Leave a Reply