তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের দুর্গম হাওর এলাকায় অসহায়, দুস্থ ও এতিমদের কাছে সেনাবাহিনীর সদস্যরা ঈদ উপহার ও ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
শনিবার ৪০তম বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ক্যাপ্টেন সালিমুল হকের উপস্থিতিতে সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় সেনাবাহিনীর ৪০তম বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সহযোগিতায় মুজিববর্ষে সরকারের তহবিল হতে প্রাপ্ত ঈদ উপহার এবং বাংলালিংক ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের দেওয়া ত্রাণসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। ফলে মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
Leave a Reply